“তথ্য কমিশনে প্রায় তিন মাস ধরে কমিশনার নেই। এ শূন্যতা দেশের গুরুত্বপূর্ণ আইনটিকে ক্ষতিগ্রস্ত করবে, যা তথ্যের অবাধ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে।”
Published : 17 Dec 2024, 07:00 PM
অবিলম্বে প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
মঙ্গলবার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তথ্য কমিশনে প্রায় তিন মাস ধরে কমিশনার নেই। এ শূন্যতা দেশের গুরুত্বপূর্ণ আইনটিকে ক্ষতিগ্রস্ত করবে, যা তথ্যের অবাধ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। পাশপাশি জনগণকে এই আইনটি ব্যবহারে নিরুৎসাহিত করবে।
২০০৯ সালের মার্চে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। ওই বছরের জুলাইয়ে সাবেক সচিব এম আজিজুর রহমানকে প্রধান তথ্য কমিশনার করে তিন সদস্যের তথ্য কমিশন গঠন করে সরকার।
আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর গত ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় নিয়োগ করা প্রধান তথ্য কমিশনার আবদুল মালেককে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অব্যাহিত দেওয়া হয় তথ্য কমিশনার শহীদুল আলমকেও।
কমিশনাররা না থাকায় দেশে তথ্য অধিকার আইনের সুষ্ঠু ব্যবহার বাধাগ্রস্থ হচ্ছে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, “দেশের কর্তৃপক্ষগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তথ্য প্রদানে অসম্মতি বা অপারগতা জ্ঞাপন করলে বা তাদের দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে জনগণের কোনো প্রতিকার ব্যবস্থা থাকছে না।
“জনগণের আবেদনকৃত অভিযোগগুলো শুনানি প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছে, বিরোধগুলো অমীমাংসিত রয়ে যাচ্ছে, কোনো সমাধান মিলছে না।”
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলেছে, তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা ১৪ (১) অনুযায়ী ৫ সদস্যের সমন্বয়ে অতি দ্রুত একটি বাছাই কমিটি গঠন করে অবিলম্বে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের ব্যবস্থা নেওয়া হোক।