দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
Published : 05 Dec 2024, 05:50 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রিজাইডিং কর্মকর্তাকে লাঞ্ছনা ও নির্বাচন আইন ভঙ্গের অভিযোগে করা মামলায় কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবুল হাসান গত ১৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়ার কথা বলছেন। আড়াই মাস আগে অভিযোগপত্র দিলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আগামী ২৮ ডিসেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
নির্বাচনের মধ্যে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার মোসলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল শাহিনের বিরুদ্ধে।
কেরানীগঞ্জে পল্লী বিদুৎ উন্নয়নের এজিএম মোছলেম ওই ঘটনায় পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেন।