তিনটি ক্ষেত্রে ছুটি গণনা করা হয়েছে শুক্র ও শনিবারসহ। এসব সাপ্তাহিক ছুটি বাদ দিলে বাস্তবিক অর্থে মাদ্রাসায় ছুটি থাকছে ৫৯ দিন।
Published : 31 Dec 2024, 08:45 PM
নতুন বছরে মাদ্রাসার ছুটির তালিকায় ভুল ধরা পড়েছে, যেখানে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও মিলিয়ে ফেলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের প্রণয়ন করা ছুটির তালিকায় শুক্র ও শনিবারের ছুটি ছাড়া দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর জন্য ৭৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনটি ক্ষেত্রে ছুটি গণনা করা হয়েছে শুক্র ও শনিবারসহ। এসব সাপ্তাহিক ছুটি বাদ দিলে বাস্তবিক অর্থে মাদ্রাসায় ছুটি থাকছে ৫৯ দিন।
মঙ্গলবার প্রকাশিত মাদ্রাসার ছুটির তালিকা পর্যালোচনায় বিষয়টি ধরা পড়ে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখার উপসচিব তাছলিমা আক্তারের স্বাক্ষরে ওই ছুটির তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
ছুটির তালিকায় অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার অফিস গিয়ে বিষয়টি দেখব।”
নতুন বছরে মাদ্রাসাগুলোতে রমজান মাস, স্বাধীনতা দিবস, জুমআতুল বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটি ছাড়া ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ৩৮ দিন ছুটির কথা বলা হয়েছে।
তবে খ্রিষ্টীয় বর্ষপঞ্জি অনুযায়ী, ওই সময়ে শুক্র ও শনিবার আছে ১০ দিন। সেই হিসাবে সাপ্তাহিক ছুটি ছাড়া মাদ্রাসায় ছুটি মিলবে ২৮ দিন।
পিডিএফ: ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি
আবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদ্রাসা ১৪ দিন বন্ধ থাকার কথা বলা হয়েছে ছুটির তালিকায়। এ ছুটি ৩ জুন থেকে শুরু হয়ে চলবে ১৬ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে শুক্র ও শনিবার আছে ৪ দিন। সেই হিসাবে সাপ্তাহিক বন্ধ ছাড়া মাদ্রাসায় ছুটি থাকবে ১০ দিন।
এছাড়া বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশে ১৪ থেকে ২৫ ডিসেম্বর ১২ দিন মাদ্রাসা ছুটি থাকবে বলা হয়েছে। তবে এ সময়ের মধ্যে শুক্র ও শনিবার আছে ২ দিন। তাই এ সময় ছুটি থাকবে ১০ দিন।
সার্বিকভাবে ছুটির তালিকায় মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি ছাড়া ২০২৫ সালে ৭৫ দিন ছুটি ঘোষণা করা হলেও আসলে ছুটি থাকছে ৫৯ দিন।