বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন মার্কেটে পুনর্বাসনের কথা রয়েছে।
Published : 19 May 2024, 09:47 PM
আগুনে পুড়ে ছাই হওয়ার এক বছর পর ঢাকার বঙ্গবাজারের জায়গায় নতুন বহুতল মার্কেট নির্মাণের কাজ শুরু হচ্ছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে এ কাজের উদ্বোধন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি) রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন বেলা ১১টায় নতুন মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন করবেন সরকারপ্রধান। বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে পুনর্বাসনের কথা রয়েছে।
বঙ্গবাজার ছাড়াও একই দিনে পোস্তাগোলা থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ‘৮ সারির ইনার সার্কুলার রোড’ এবং ধানমন্ডি লেইকের পাড়ে ‘নজরুল সরোবর’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রোজার ঈদের আগে ২০২৩ সালে ৪ এপ্রিল শেষ রাতে আগুনে পুড়ে ছাই হয় দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার। ৩ হাজারের মত দোকান পুড়ে গোটা বঙ্গবাজার বিরানভূমি হয়ে যায়।
বলতে গেলে তখন কিছুই বাঁচাতে পারেননি ব্যবসায়ীরা। দোকানে দোকানে সাজানো ঈদবাজারের সব মালামাল হারিয়ে পথে বসেন তারা।
পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আগুনে পোড়া বঙ্গবাজারের জায়গায় নতুন মার্কেট গড়ে তোলার ঘোষণা দেয়। নতুন মার্কেটের নকশাও প্রকাশ করা হয়। ১০৬ দশমিক ২৮ শতাংশ জমিতে ১০ তলা সেই মার্কেট চারটি ব্লকে ভাগ করার পরিকল্পনা রয়েছে নগর কর্তৃপক্ষের।
পুড়ে যাওয়া বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, মহানগর হকার্স মার্কেট এবং আদর্শ হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ করা হবে এসব দোকান।
এই চার মার্কেটে আগে ২ হাজার ৯৬১টি দোকান ছিল। নতুন করে বানানো ভবনে দোকানের সংখ্যা হবে ৩ হাজার ২১৩টি, অর্থাৎ আগের চেয়ে ২৪৪টি বেশি।
পরিকল্পনা অনুযায়ী এই মার্কেটে সবচেয়ে বেশি দোকান পাবেন বঙ্গবাজার হকার্স মার্কেটের ব্যবসায়ীরা, ৯৪৫টি। গুলিস্তান হকার্স মার্কেট ৮৭৯টি, মহানগর হকার্স মার্কেট ৬৬০টি এবং আদর্শ হকার্স মার্কেট ৭২১টি দোকান বরাদ্দ পাবে।
ভবনের নিচতলায় ৩৫৯টি দোকান থাকবে। দ্বিতীয় তলায় ৩৭৬টি, তৃতীয় তলায় ৩৮৬টি, চতুর্থ তলায় ৩৯৫টি, পঞ্চম তলায় ৩৯৩টি, ষষ্ঠ তলায় ৩৯৫টি, সপ্তম তলায় ৩০৫টি, অষ্টম তলায় ৩০৬টি এবং নবম তলায় ২৯৮টি দোকান করা হবে। প্রথম তলা বাদে বাকি ফ্লোরগুলোতে একটি করে খাবারের দোকান রাখা হয়েছে।
ডিএসএসসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের রোববার জানান, পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের ২১টি জেলা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলা থেকে আসা উত্তরবঙ্গগামী বাসগুলোকে যেন আর ঢাকায় ঢুকতে না হয়, সেজন্য পোস্তাগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ৮ সারির ইনার সার্কুলার রোড নির্মাণে উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।
এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে কামরাঙ্গীরচরের লোহার পুল থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ৮ সারির সড়ক নির্মাণ করা হবে। এই সড়কের মাঝের চার সারি এক্সপ্রেসওয়ে এবং দুই পাশে চার সারি সার্ভিস লেইন হিসেবে রাখা হয়েছে। ২৫ মে এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি ধানমন্ডি আবাসিক এলাকার ১৩/এ ও ৮/এ নম্বর রোড সংলগ্ন পাড়ে নজরুল সরোবর নির্মাণকাজও তিনি উদ্বোধন করবেন।