সাবেক পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন কারখানাটিতে লুটপাটের পর একদল মানুষ সেখানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ আসছে।
Published : 26 Aug 2024, 01:56 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো রুপসি এলাকায় গাজী টায়ার কারাখানা আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট তা নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে কাঁচপুর, আদমজি ইপিজেড, কাঞ্চন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট এবং সিদ্দিক বাজার থেকে টিটিএল (টাইম টেবল ল্যাডার) ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সিদ্দিক বাজার থেকে আরেকটি ইউনিট পানিবাহী গাড়ি নিয়ে সেখানে গেছে।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন কারখানাটিতে লুটপাটের পর একদল মানুষ সেখানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ আসছে।
আন্দোলনে সহিংসতার মধ্যে নিহতের ঘটনার এক মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দস্তগীর।