বাকি দুজন হলেন- ইউনিক রিজেন্সি হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টের ইকবাল মাহমুদ বাপ্পী ও তার ‘সহযোগী’ ইয়াছিন আল শুভ।
Published : 11 Apr 2025, 06:10 PM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রংধনু গ্রুপের `হেড অব মিডিয়া’ মো. সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া বাকি দুজন হলেন- ইউনিক রিজেন্সি হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টের ইকবাল মাহমুদ বাপ্পী ও তার ‘সহযোগী’ মো. ইয়াছিন আল শুভ।
এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান।
আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন বিভাগের মো. সাব্বির বলেন, আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বনানী এলাকার ইউনিক রিজেন্সি হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঘটনাস্থল থেকে মাদকসহ ধরার পর তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়।