অবরোধের আগের সন্ধ্যায় তিনি গ্রেপ্তার হন।
Published : 05 Nov 2023, 05:08 PM
রাজারবাগে পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যান্টিন ভাংচুর ও পুলিশের পিস্তল ছিনতাইয়ের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার শুনানি শেষে প্রিন্সকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহ আলম জানান, এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ মাতুব্বর।
আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
অবরোধের আগের রাতে বিএনপির প্রিন্স গ্রেপ্তার
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইলে সংঘর্ষ শুরু হলে তা অন্য এলাকায়ও ছড়ায়। সে সময় রাজারবাগে পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যান্টিন ভাংচুর ও পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে পল্টন থানায় এই মামলা করে পুলিশ।
শনিবার সন্ধ্যার দিকে ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।