দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Published : 12 Feb 2025, 05:10 PM
জাতীয় পার্টির মহাসচিব এবং কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক বলছে, মুজিবুল হক ও তার ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখলসহ বিভ্ন্নি অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলমান আছে।
এছাড়া তাদের বিরুদ্ধে টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে দুদক বলেছে, অভিযুক্তরা বিদেশে পালিয়ে যেতে পারে বলে অনুসন্ধানে জানা গেছে। এ ধরনের ঘটনা ঘটলে মামলার তদন্ত কাজ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।