গত ৩০ অক্টোবরও ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ।
Published : 03 Nov 2024, 10:43 PM
বাংলাদেশের জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এই প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতা বা তাদের পরিবারের সদস্যদের নামে করা হয়েছিল।
রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের স্বাক্ষরে ১৪টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কথা জানানো হয়। এরমধ্যে চারটি প্রতিষ্ঠান গোপালগঞ্জে।
গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে গোপালগঞ্জে চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের নাম গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নাম গোপালগঞ্জ ডেন্টাল কলেজ এবং শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টারের নাম পাল্টে করে গোপালগঞ্জ ট্রমা সেন্টার রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা রাখা হয়েছে।
শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম এখন থেকে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
বঙ্গবন্ধু শেখ মুজিব ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম ফরিদপুর মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর নাম পাল্টে জামালপুরে মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে।
দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দাপ্তরিক নাম এখন থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল এখন থেকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের নাম সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নাম খুলনা বিশেষায়িত হাসপাতাল এবং কিশোরগঞ্জের বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের নাম দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ রাখা হয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ।
টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
মেডিকেল কলেজগুলোর নাম নোয়াখালী মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে।
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাবা কর্নেল মালেকের নামে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ করা হয়েছিল।
নোয়াখালীর আরেকটি মেডিকেল কলেজ করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মালেক উকিলের নামে।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা এম আবদুর রহিমের নামে করা হয়েছিল দিনাজপুরের মেডিকেল কলেজটি।
আবদুর রহিম দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের বাবা।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পতন ঘটলে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর প্রশাসনে ব্যাপক রদবদল আসে। এবার আওয়ামী লীগ সরকারের সময় যেসব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল সেগুলো পরিবর্তন করা হচ্ছে।