বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
Published : 26 Sep 2024, 02:42 PM
গাজীপুর, রংপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) ও সমমর্যাদার ৪৭ জনকে অতিরিক্ত ডিআইজি (উপ মহাপরিদর্শক) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবল-পদোন্নতির ধারাবাহিকতায় এবার এই কর্মকর্তাদের পদোন্নতির খবর এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয় মঙ্গলবার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে গাজীপুর, রংপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ময়মনসিংহ, চট্টগ্রাম, দিনাজপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা ও গাইবান্ধা জেলার পুলিশ সুপার রয়েছেন।
সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে কোনো কোনো কর্মকর্তাকে।
গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
পরদিন ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের বিশেষ এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
এছাড়া অতিরিক্ত উপকমিশনার সহকারী কমিশনার এবং ওসি পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।