সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
Published : 18 Mar 2025, 11:58 PM
ময়মনসিংহে গ্রেপ্তার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যের বিরুদ্ধে দুটি মামলা করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১১ এর সুবেদার হারুন অর রশিদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন- আসমত উল্লাহ (২৪) মো. হাসান (৪৩), মোছা. শাহিনা (২২) ও ১৭ বছর বয়সী আরেক নারী।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “তারা সংঘবদ্ধ হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিল। আসামিরা বর্তমানে নারায়ণগঞ্জ রয়েছে।”
রোববার রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহের নতুন বাজার মোড় এলাকায় গার্ডেন সিটি ভবন থেকে ওই চারজনকে তাদের আটক করে র্যাব। পরদিন সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি থেকে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ আরও কয়েকজনকে আটক করে র্যাব, যাদের বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলা হয়েছে।
সিদ্দিরগঞ্জের মামলায় মঙ্গলবার বিকালে জুনুনিসহ ছয়জনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়া হয়। ওই ছয়জনের মধ্যে আসমত উল্লাহ ও মো. হাসানও রয়েছেন।
২০২২ সালের নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন আরসা প্রধান জুনুনি।
আরও পড়ুন-