Published : 12 Nov 2023, 11:34 PM
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।
রোববার তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ডারের আমন্ত্রণে এয়ার চিফ মার্শাল হান্নান ‘প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম’ এ যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেসে ১৩ থেকে ১৬ নভেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন প্রতিনিধি দলের এ সফরে বিমান বাহিনী প্রধানের স্ত্রী রয়েছেন।
বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও প্যানেল সদস্য হিসেবে ‘হিউম্যানিট্যারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)’ বিষয়ে বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সফর শেষে ১৯ নভেম্বর বিমান বাহিনী প্রধান দেশে ফিরবেন।