Published : 03 May 2025, 09:26 PM
ঢাকার পুরানা পল্টনে বহুতল ভবনের ছাদে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনে আগুন লাগে।
রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বহুতল এ বাণিজ্যিক ভবনে বিভিন্ন বেসরকারি কোম্পানির অফিস রয়েছে। ছাদের একটি অংশে রয়েছে বৈদ্যুতিক পণ্যের গুদাম।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম রাত সোয়ার ১০টার পরে বলেন, “পুরো ভবনটি বাণিজ্যিক। ভবনের ছাদে ইলেকট্রনিক সামগ্রীর গুদাম। সেখানেই আগুন লাগে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সহায়তা করছে।”
ভবনের নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন বলেন, এ ভবনের দোতালায় জাফরান রেস্টুরেন্ট নামে খাবার হোটেল রয়েছে। কোনো আবাসিক হোটেল নেই। প্রতিটি ফ্লোরে বিভিন্ন ধরনের অফিস।
"যেখানে আগুন লেগেছে সেটা মালিকের ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন।"
রাত পৌনে ১টার দিকে পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ডাম্পিংয়ের এর কাজ চলছে।
"আগুনের সূত্রপাত, কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।"
আগুন লাগার পর পর রাত ৯টার দিকে ফেইসবুকে আগুনের লাইভ কয়েকটি ভিডিওতে ভবনটির উপরের দিকে আগুন জ্বলতে দেখা গেছে।