আগামী ৮ ডিসেম্বর থেকে এ দায়িত্ব পালন করবেন তিনি।
Published : 28 Nov 2024, 09:55 PM
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল আগামী ৮ ডিসেম্বর থেকে রেলপ্রধানের দায়িত্ব পালন করবেন।
বর্তমান মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে সরিয়ে বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন মহাপরিচালককে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায়ই প্রজ্ঞাপন হয়েছে। আমি মহাপরিচালকের দায়িত্ব পেয়েছি।”
বর্তমান মহাপরিচালক সাহাদাত আলী এ বছরের ১২ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।