ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু

আহত বিল্লাল মিয়াকে রাতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয় বলে জানান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 12:11 PM
Updated : 24 Oct 2023, 12:11 PM

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন হলো।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের নাম বিল্লাল মিয়া। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

“বিল্লাল মিয়া ভৈরবে থাকতেন। তিনি এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে প্রথমে চন্ডীবেড় হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছিল তাকে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগে পথেই তার মৃত্যু হয়েছে। ভোরে মৃত্যু হলেও আমরা খবরটা জেনেছি আজ বিকেলে।”

সোমবার কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে এগারো সিন্ধুর এক্সপ্রেস।

বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন এগারো সিন্ধুর ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে উল্টে যায়। এতে ১৭ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়।

Also Read: ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল ১৭ প্রাণ