রাজধানীতে ভোরে আগুনে পুড়ল কাউন্সিলর কার্যালয়

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে লাগা আগুন দশ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 04:01 AM
Updated : 10 Nov 2023, 04:01 AM

রাজনৈতিক অস্থিরতার মধ্যে মিরপুর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে লাগা আগুন দশ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আগুনের কাউন্সিলর কার্যালয়ের কম্পিউটার ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, দারুস সালাম থানার নয় নম্বর ওয়ার্ডের ঈদগাঁ মাঠের কাছে কাউন্সিলর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

“আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর হরতাল ও তিন দফা অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

বিএনপির-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে সারা দেশে ১৬টি যানবাহনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।