“বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি,” বলেন প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন।
Published : 22 Dec 2024, 04:09 PM
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড অবরোধ করেন শ’খানেক নিবন্ধন সনদধারী।
রোববার দুপুর ২টার দিকে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ওই পথের যান বিকল্প পথে যেতে বাধ্য হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রার্থীরা এনটিআরসিএর সামনের সড়ক থেকে সরে যান।
আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামীকাল সোমবার আবার আসব। আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
“আমাদের সঙ্গে পুলিশের ডিসির কথা হয়েছে। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত পাওয়ার সম্ভাবনা আছে।”
এর আগে সকাল থেকে এ সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। 'এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ' ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সকাল থেকে সড়কের একপাশে অবস্থান নিয়ে নিয়োগের দাবি জানাচ্ছি। এর মধ্যে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
“তবে তা কোনো ফলপ্রসূ দিকে যায়নি। তাই দুপুর ২টায় সড়ক আটকে অবস্থান নিয়ে ‘শাটডাউন এনটিআরসিএ’ কর্মসূচি পালন করছি।”
প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ এই চাকরিপ্রার্থী বলেন, "প্রথম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি।
“কিন্তু জাল-সনদ নিয়ে হাজার হাজার লোক শিক্ষকতা করছেন। আমরা নিয়োগ চাই। আমাদের সমস্যাগুলো সমাধানে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই।"
খুলনা থেকে আসা দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যবস্থাপনা বিষয়ের উত্তীর্ণ নাজিয়া সুলতানা রথী বলেন, "আলোচনায় আমাদের কাছে আবেদন চাওয়া হয়েছে। তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে। কিন্তু আমরা শিক্ষক পদে নিয়োগ চাই।"
ঝিনাইদহ থেকে আসা দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ে উত্তীর্ণ তাসলিমা খাতুন শিল্পী বলেন, "আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিয়েছি। ভাইভা শেষে সড়ক অবরোধ করেছি।"
১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ আল মুমিন বলেন, "তারা স্বৈরাচারী সরকারের বিভিন্ন কালো আইন দেখিয়ে আমাদের নিয়োগ দেয়নি। আমরা এসব আইন মানব না।"
এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চআদালত থেকে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত হওয়ায় বিধি মোতাবেক প্রথম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ আমাদের নেই।"