এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সাদা দল।
Published : 12 Apr 2025, 04:56 PM
চারুকলা অনুষদে আগুনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী।
সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
শনিবার ভোরে চারুকলায় আগুন লেগে শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও শান্তির পায়রা’ মোটিফ দুটি পুড়ে যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে।
এদিকে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ আগুনে পুড়ে যাওয়ার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
সংগঠনটি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য ফ্যাসিস্টদের প্রতিকৃতি তৈরিসহ অন্যান্য প্রস্তুতি যখন প্রায় শেষ দিকে তখন শনিবার ভোররাতে চারুকলা অনুষদের চার দেওয়ালের ভেতরে তৈরি করা এসব প্রতিকৃতিতে আগুন দেওয়া নিছক কোনো রহস্যজনক নয়। এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড।
“এ ঘটনায় ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসর কিংবা ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের হাত থাকার সম্ভাবনা বেশি।”
ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে এতে বলা হয়, “পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা পালনের লক্ষ্যে তৈরিকৃত প্রতিকৃতিসহ অন্যান্য জিনিসের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের পর চারুকলার শোভাযাত্রা নিয়ে আগে থেকেই সতর্ক থাকা অত্যাবশ্যক ছিল।”
পুরো ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছে সাদা দল।