আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে পাঁচ মামলায় অবৈধ সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে।
Published : 12 Dec 2024, 06:20 PM
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের আবেদনে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ওই আবেদনে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সালাউদ্দিন ইস্কান্দার কিং শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে।
আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, পুত্র সাফি মুদ্দাসির খান জ্যোতি, মেয়ে সাফিয়া তাসনিম খান এবং এপিএস মনির হোসেনের বিরুদ্ধে গত ৯ অক্টোবর পাঁচটি মামলা করে দুদক। পরিবারের সদস্যদের মামলাতেও আসাদুজ্জামানকে আসামি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নেওয়াসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসাদুজ্জামানের বিরুদ্ধে। আর পরিবারের সদস্যদের ব্যাপারে দুদকের অভিযোগ, তারা সবাই অবৈধ টাকা-কড়ি ও সম্পদ অর্জনে যুক্ত।
এসব মামলায় আসাদুজ্জামানের পরিবারের বিরুদ্ধে ৬০ কোটি ৫৫ লাখ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪১৬ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এই ব্যাংকিং লেনদেনের সঙ্গে অর্থপাচারের সংশ্লিষ্টতা দেখছে দুদক।
আর আসাদুজ্জামানের এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও ১৮ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩১ কোটি ৩১ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
পরিবারসুদ্ধ চার দুর্নীতি মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
গণআন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান আসাদুজ্জামান। অবশ্য কিছু সংবাদমাধ্যমে পরে খবর আসে, তাকে ভারতের কলকাতায় দেখা গেছে। তার ছেলে জ্যোতি ১৪ সেপ্টেম্বর ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
সরকারপতনের পর গত ১৪ অগাস্ট স্ত্রী, ছেলে-মেয়েসহ আসাদুজ্জামানের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট-বিএফআইইউ। তারাও আসাদুজ্জামানের পরিবারের সন্দেহজনক লেনদেন তদন্ত করছে।
দুদকের মামলা ছাড়াও গণআন্দোলনে একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে আসাদুজ্জামান খান কামালকে। সরকার পতনের পর থেকেই তার খোঁজ মিলছে না। গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান, তার স্ত্রী ও মেয়েসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।