Published : 17 Dec 2024, 10:21 PM
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব থেকে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন, প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে যে মামলা করেছে দুদক, সেখানে ‘সন্দেহজনক’ লেনদেনের এসব তথ্য তুলে ধরা হয়েছে।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেছেন সংস্থাটির উপপরিচালক কমলেশ মন্ডল।
দুদক বলছে, মহিবুল হাসান তার আয়কর নথিতে ৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮১০ টাকার স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদিকে তার স্ত্রী ইমার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ অর্জনের ‘প্রমাণ পাওয়ায়’ তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে।
তুমুল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মহিবুল হাসান চৌধুরীর হদিস নেই। গণআন্দোলনে হত্যা-নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
পুরনো খবর-
রিকশা চালক গুলিবিদ্ধ: চট্টগ্রামে হাছান ও নওফেলের বিরুদ্ধে মামলা