“সে একজন কুখ্যাত ডাকাত। তার নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।”
Published : 26 Dec 2024, 07:37 PM
‘প্রাণনাশের হুমকি’ পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানায় তিনি এ জিডি করেন।
সুলতান মাহমুদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন।
তিনি জুলাই-অগাস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন বলে জিডিতে বলেছেন।
অভিযোগে সুলতান মাহমুদ বলেন, তার স্ত্রীর মোবাইল নম্বরের ইমো অ্যাপে গত ১৮ ডিসেম্বর বিকাল ৩টা ১৯ মিনিট থেকে ৩টা ৩৮ মিনিটের মধ্যে কয়েকবার অজ্ঞাত মোবাইল নম্বরের ইমো আইডি থেকে ফোন করেন কেউ একজন।
“আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। হুমকি দিয়ে বলেছে, তার নাকি একটা মামলা ছিল আমার কাছে। সেই মামলার জামিন করাতে আমার নাকি বিলম্ব হয়েছে।”
জিডিতে সুলতান মাহমুদ বলেছেন, কথার সূত্রে তিনি বুঝতে পেরেছেন, ওই ব্যক্তির নাম আমির। ওই ইমো আইডি থেকে তার স্ত্রীর ওই নম্বরে আগেও তাদের কথা হয়েছে।
জিডিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় আমির নামের ওই ব্যক্তির তিনটি ঠিকানাও দেওয়া হয়েছে।
অভিযোগে অ্যাডভোকেট সুলতান মাহমুদ বলেন, “সে একজন কুখ্যাত ডাকাত। তার নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদানের পূর্বে তার দুটি ডাকাতির মামলায় জামিন করিয়েছিলাম। সেখানেও সে দোষ স্বীকারোক্তি দিয়েছে। যে আমাকে হাই কোর্টে এসে খুন করবে, এ কথাও বলেছে। কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে।”
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন এই আইনজীবী।
যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, সেই আমিরের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।