২৪ মার্চ থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
Published : 18 Mar 2025, 12:10 AM
চৈত্রের অস্বস্তিকর গরমের মাঝেই দেশের চার বিভাগে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। বুধবার বিরতি দিয়ে ২০ থেকে ২২ মার্চ বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খুবই হালকাভাবে বৃষ্টি হতে পারে। বড় জায়গা জুড়ে বা ভারি বৃষ্টি হবে না। খুলনার বর্ডারে অলরেডি বৃষ্টি হচ্ছে।”
২৪ তারিখ থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেন জানিয়েছেন তিনি।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি রয়েছে নরসিংদী ও চাঁদপুরে, এছাড়া কোথাও পরিমাপযোগ্য বৃষ্টি হয়নি।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত।
বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার ঢাকায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে।
এর আগে টানা দুই দিন দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে, এর মধ্যে রোববার দাবদাহের বিস্তার হয়েছিল ১৪ জেলায়।