তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া শিয়া মাজার এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
Published : 26 May 2024, 05:20 PM
তাস খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে রাজধানীর তেজগাঁওয়ে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ভাড়াটিয়া মোরশেদ আহম্মেদকে (৩৭) জামালপুর থেকে শনিবার রাতে গ্রেপ্তারে করেছে পুলিশ।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া শিয়া মাজার এলাকায় শনিবার রাতে ওই হত্যাকাণ্ড ঘটে।
তিনি বলেন, মোরশেদের ঘরে বাড়ির মালিক রনিসহ আরো কয়েকজন প্রায়ই গভীর রাত পর্যন্ত তাস খেলতেন। এতে মোরশেদ ঘুমাতে সমস্যা হত।
“ওই রাতে মোরশেদ বাসায় ফিরে বাড়ির মালিকসহ কয়েকজনকে তাস খেলতে দেখে ক্ষিপ্ত হন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। বাগবিতণ্ডার এক পর্যায়ে রনিকে ছুরিকাঘাত করেন মোরশেদ। তাকে থামাতে গিয়ে তার ভাইও রফিকও আহত হন। আর রনিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনার পরপরই মোরশেদ পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান ওসি।
তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।