ঢাকার মুগদায় একটি কারখানায় নকল প্রসাধনী তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে মুগদার দক্ষিণ মান্ডা মাদ্রাসা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন ওরফে সাগর (৩৪), মো. নাজিম হোসেন (২৫), এমকে পারভেজ (৫২), মো. আনোয়ার হোসেন (২৪) ও মো. উজ্জ্বল হোসেন মুকুল (৩০)।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছে দেশি-বিদেশি বিভিন্ন নামকরা কোম্পানির ভেজাল প্রসাধনী পাওয়া যায়। পরস্পরের যোগসাজশে অসাধু উপায়ে নামী-দামি ব্র্যান্ডের মোড়কে তারা এগুলো উৎপাদন করে আসছিল।
অতিরিক্ত কমিশনার হারুন জানান, ভেজাল পণ্য সামগ্রী উৎপাদনের ফলে আসল কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। চক্রটি অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক, নকল বিএসটিআই মোড়ক ব্যবহার করে ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন করে থাকে। তাদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা হয়েছে।