আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ওই তিন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
Published : 21 Oct 2024, 05:56 PM
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে আসা তিন রাষ্ট্রদূতকে চাকরি থেকে বাদ দিয়েছে সরকার।
আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ওই তিন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইমরান। রাশিয়ায় রয়েছেন কামরুল আহসান এবং আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে আছেন মো. আবু জাফর।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চুক্তি বাতিলের সিদ্ধান্ত ‘অবিলম্বে’ কার্যকর হবে।
এর আগে আওয়ামী লীগের সরকার পতনের ১০ দিনের মাথায় এই তিন রাষ্ট্রদূতসহ সাত মিশন প্রধানকে ঢাকায় ফিরতে বলেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার জারি করা প্রজ্ঞাপনে তিনজনের চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল হল।
চুক্তিতে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্বে ছিলেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়।
তিন বছরের চুক্তি থাকার মধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরে থেকে ওয়াশিংটনে বাংলাদেশ রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল মোহাম্মদ ইমরানকে।
২০১৯ সালের নভেম্বর থেকে মস্কো মিশনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা কামরুল আহসান। ২০২৩ সালের জানুয়ারিতে চুক্তিতে তার দায়িত্বের মেয়াদ দুবছর বাড়ানো হয়েছিল।
চুক্তিতে ২০২০ সালের জুলাই থেকে আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর। এরপর ২০২৩ সালের ৯ মার্চ তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছিল।
সোমবার আরেক প্রজ্ঞাপনে সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পুরনো খবর