অভিযোগের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।
Published : 21 Jan 2025, 06:15 PM
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দ ও অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের একজন উচ্চমান সহকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে মো. তৈয়বুর রহমান নামের ওই উচ্চমান সহকারীকে সচিবালয়ে তার কর্মস্থল থেকে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন আবাসন পরিদপ্তরের এই কর্মচারীর বিরুদ্ধে কমিশনের মামলা করার অনুমোদন দেওয়ার তথ্য দিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম।
তিনি বলেন, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে তৈয়বুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুদকের একটি এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটকের সিদ্ধান্ত আসে।