মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন।
Published : 30 Dec 2024, 07:16 PM
চুয়াল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ১ হাজার ৮৯০ জন প্রার্থীর ভাইভা আগামী ৫ জানুয়ারি থেকে নেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।
প্রথম ধাপে এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মধ্যে কারিগরি ও পেশগত ক্যাডারের ৫৪৪ জন প্রার্থীর ভাইভা গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। তাদের ভাইভা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আর দ্বিতীয় ধাপে সাধারণ ও কারিগরি বা পেশগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য উত্তীর্ণ ৫ হাজার ৮৬২ জনের ১ হাজার ৮৬০ প্রার্থীর ভাইভা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পিএসসির পরীক্ষা শাখার পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ ক্যাডার, কারিগরি ও পেশাগত ক্যাডার এবং সাধারণ ও কারিগরি বা পেশগত উভয় ক্যাডারের পদের জন্য যারা লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য উত্তীর্ণ ৫ হাজার ৮৬২ জনের মধ্যে ১ হাজার ৮৬০ জন প্রার্থীর ভাইভার সূচি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল গত এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের পর 'ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।
১ হাজার ৮৬০ প্রার্থীর ভাইভার সূচি