"মধ্যরাতের অশ্বারোহী"

মোস্তফা সারওয়ারমোস্তফা সারওয়ার
Published : 13 March 2023, 06:45 AM
Updated : 13 March 2023, 06:45 AM

"মধ্যরাতের অশ্বারোহী"

সেই যুগের সাক্ষী বটবৃক্ষটির বৃক্ষঘাতকদের হাতে শেষ পর্যন্ত ফাঁসী হয়েছে

                                            --- ফয়েজ আহমদ

 সত্যি বলুন, আপনি দেখেছেন?

"অবশ্যই"

দিব্যি করে বলতে পারবেন?

"নিশ্চয়ই"

আগন্তুক তাঁর চোখ নিমীলিত করে থাকলো

তারপর এক গভীর দীর্ঘ নিশ্বাস ছেড়ে

বললো, "সেই অমানিশার অন্ধকারে এলো তেড়ে

মধ্যরাতের অশ্বারোহী

অদ্ভুত ক্রুদ্ধ বিদ্রোহী

দেখলাম: পিছনে রয়েছে যে সারি সারি

মুখোশ পরিহিত পদাতিক এলো কাড়ি কাড়ি

মার্কিনী বন্দুক হাতে

ঘোর অমানিশি রাতে"

আপনি চিনতে পেরেছেন?

"অবশ্যই"

দিব্যি করে বলতে পারবেন?

"নিশ্চয়ই"

প্রশ্ন করেছি, তা কেমন করে ঘন অন্ধকারে

সেই অমানিশার কালো রাতে?

বললেন, "আকাশের বিদঘুটে মেঘে বিদ্যুতের ঝলক

আলোর ভয়ার্ত রেখায় ছিল ক্ষীণ পলক"

কাদের দেখলেন?

তাদের চিনলেন?

"বলা যাবে না - বলা যায় না

মোস্তাক মঈনদের চেহারা চিনবে না - 

কাছে থাকে কিন্তু চেনা যায় না

মুখোশ পড়ে থাকে

খায়েশ ঢেকে রাখে

কিন্তু আমি চিনেছি

বিহ্বল বিস্মিত হয়েছি"

মৃত বৃক্ষটির মতো মধ্যরাতের সেই অদ্ভুত গণক

দুর্যোগ ঘনঘটায় মিলিয়ে গেল যেন অস্তগামী কনক