মোস্তফা সারওয়ার
এমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপ-উপাচার্য - ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স; ডিন এবং সাবেক উপাচার্য-ডেলগাডো কমিউনিটি কলেজ; এবং কমিশনার-রিজিওনাল ট্রানজিট অথরিটি অব নিউ অরলিয়েন্স। বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন রয়াল ডাচ শেলের গবেষণাগারে এবং নাসার স্টেনিস স্পেস সেন্টারে। অধ্যাপনা করেছেন আইভি লীগের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, এবং অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইন্সব্রুক। সোসাইটি অব এক্সপ্লোরেশন জিও-ফিজিক্স এর ছিলেন আন্তর্জাতিক চেয়ারম্যান। ছিলেন \জিও-ফিজিক্স\ নামে বিখ্যাত জার্নালের সহযোগী-সম্পাদক। ভূ-পদার্থবিবিজ্ঞানে বই ছাপিয়েছে জার্মানির স্প্রীংগার ভিউয়েগ; বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে পৃথিবীর বিখ্যাত জার্নালে। এক শতের বেশি নিমন্ত্রিত বক্তৃতা দিয়েছেন পৃথিবীর নামজাদা বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে।প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই - প্রার্থিত নির্বাসনের উন্মাদ পদাবলী; বিনষ্ট রূপান্তরের বিকারতত্ত্ব; অনুলিপি: অন্তরঙ্গ মুহূর্তে। রাজনৈতিক, আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ে কলাম ও প্রবন্ধ ছাপাচ্ছে ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এবং যুক্তরাষ্ট্র ও কানাডার পত্রিকা। রাজনৈতিক ভাষ্যকার: নিউ-ইয়র্কের ক্যাবল-টিভি টিবিএন২৪। টকশো প্যানেলিস্ট: ঢাকার একাত্তর টিভি, নিউজ২৪, এবং টিবিএন২৪। ইংরেজি অপিনিয়ন- এডিটোরিয়াল ছাপা হয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন, ও সিঙ্গাপুরের পত্রিকায়। ড. সারওয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের লেকচারার এবং সিনেটের প্রতিষ্ঠাতা সদস্য। ছাত্র জীবনে ১৯৬৮ সালে নিখিল পাকিস্তান জাতীয় টেলিভিশন সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় পূর্ব পাকিস্তান রানার্স আপ, ঢাকা টেলিভিশনে বিজ্ঞান শিক্ষার আসরের উপস্থাপক এবং সঙ্গীত রচয়িতা, মহসিন হল সংগীতের রচয়িতা, দৈনিক বাংলা, সংবাদ ইত্যাদির সাহিত্য পাতায় কবিতা লেখক, এবং বাংলা বক্তৃতায় ১৯৬৭ সালে বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন। মেধাবী ছাত্র সারওয়ার যশোর বোর্ডে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান এবং মাধ্যমিকে দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। পটুয়াখালীতে জন্ম-লাভকারী ও যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে বসবাসকারী ড. মোস্তফা সারওয়ার বিবাহিত। স্ত্রী যুক্তরাষ্ট্রে নামজাদা চিকিৎসক, দুই ছেলে হার্ভাডে উচ্চ শিক্ষিত, ছোট মেয়ে ফার্মেসিতে ডক্টরাল করছে।