Published : 05 May 2023, 11:45 AM
মনে হোল লোকটি উন্মাদ হোয়ে গ্যাছে
জানতাম না এমন ক্ষিপ্ত লোক এদেশে আছে
সাহস করে চাইলাম জানতে
ততক্ষণে চলে গ্যাছে রামদা আনতে
রটে গ্যাছে দ্বিতীয় রাজধানীতে ফার্ম গেটে
এক দল উন্মত্ত জনতা চলছে কখনো দৌড়ে কখনো হেঁটে
শুনলাম প্রচণ্ড স্লোগান
টাকাবৃক্ষে দিতে হবে আগুনের লেলিহান
এমনি একটি বৃক্ষ আছে
কারও কারও কাছে
কি সে বৃক্ষ জানতে ইচ্ছে জাগে
এ গাছ পেতে হলে কি লাগে
টাকাবৃক্ষে কোটি কোটি টাকা নাকি ফলে
অপরের টাকা ব্যাংকের টাকাও নাকি পূর্ণ করে -
টাকাবৃক্ষের ডালপালা ও ছালের থলে
গুজবের দ্রাক্ষা লতায় শোনা গেল
টাকাবৃক্ষের ফল শুধু শক্তিদেবী পেল
আত্মীয় স্বজন পেল গাছের কিছু পাতা আর ছাল
চামচারা পেল শুধু বিচি আর শুকনো ডাল
উন্মাদ এরই মধ্যে এসে গ্যাছে
উন্মত্ত জনতাও জুটে গ্যাছে
শুরু হোল টাকাবৃক্ষের মুণ্ডু কাটার হোলি খেলা
নেমে এলো অন্ধকারের ভয়ঙ্কর বেলা