মাঘ পূর্ণিমার রাত

মোস্তফা সারওয়ারমোস্তফা সারওয়ার
Published : 6 Feb 2023, 08:46 AM
Updated : 6 Feb 2023, 08:46 AM

(ক্লড ডিবুসি ও পল ভারলেইনের 'ক্লেয়ার দ্য লুন' এর নিমিত্ত আনন্দ বেদনার অর্ঘ্য) 

এক

নিজভূমে পরবাসী আগন্তুকের মতো

আমার আবির্ভাব ঘটেছিল ঢাকায়।

মাঘ পূর্ণিমার রাতে

অন্তর্জালের ভার্চুয়াল মেঘে

শুনছিলাম ক্লড ডিবুসি'র

পিয়ানো সঙ্গীত

'ক্লেয়ার দ্য লুন' অর্থাৎ 'চাঁদের আলো'

যান্ত্রিক যানের 

প্রশ্বাস নির্গত কার্বন

আর ধুলোর 

স্বচ্ছ নিকাবের আভরণে

আড়ষ্ট ছিল

মাঘ পূর্ণিমার চাঁদ।

নিকাবের আড়াল থেকে

আমাকে বললো,

"হে আগন্তুক,

তুমি ঠিকই শুনছ

ক্লড ডিবুসি'র

'ক্লেয়ার দ্য লুন'

নৈশ আনন্দের অভিসারে আপ্লুত

অভিজাত অট্টালিকার অবক্ষীয়মান ধনিক

অথবা

দুখের নিদ্রায় স্বপ্ন বিলাসী সাধারণ মানুষ

উভয়েই

এক কালের এই তিলোত্তমা নগরীর

বর্তমান অভিবাসী

তাদের আনন্দ অভিসার

অথবা

স্বপ্ন বিলাস এর

আবডালে লুকিয়ে আছে

মাঘ পূর্ণিমার বিষণ্ণ শশী।

তার পায়ে বাসা বেঁধেছে

ধূলি কণা ও কার্বনের কর্দমাক্ত জঞ্জাল।

নোংরা আলপনার চিত্রকল্প

ছড়িয়ে দিয়েছে

কংক্রিট পল্লীর

আনাচে কানাচে।"

মাঘ পূর্ণিমার চাঁদ

ধূলি বিস্বরিত

ধূসর আলোয় দেখছে:

এক চিরায়ত আনন্দ বেদনা

এক নামহীন দুখের করুণ নৃত্য

যেমনি আনন্দ আর দুখ নির্ঝরে

যূথ বধ্য হয়ে আছে

ক্লড ডিবুসি'র

'ক্লেয়ার দ্য লুন'

দুই

নিজভূমে পরবাসী আগন্তুকের মতো

আমার আবির্ভাব ঘটেছিল ঢাকায়।

মাঘ পূর্ণিমার রাতে

অন্তর্জালের ভার্চুয়াল মেঘে

শুনছিলাম ক্লড ডিবুসি'র

পিয়ানো সঙ্গীত

'ক্লেয়ার দ্য লুন' অর্থাৎ 'চাঁদের আলো'

মাঘ পূর্ণিমার চাঁদ

বলে গেল চুপি চুপি

হে আগন্তুক,

তোমার জন্য বারণ করা আছে

"চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,

উছলে পড়ে আলো।

ও রজনীগন্ধা,

তোমার গন্ধসুধা ঢালো"

এক কালের এই তিলোত্তমা নগরীতে

নেই উছলে পড়া আলো 

নেই রজনীগন্ধার গন্ধসুধা

এখানে কিলবিল করে

ক্যান্সারের বিষাক্ত পোকা। 

জীবাশ্ম তেলের জরায়ুতে

জমানো আছে ভয়ার্ত কার্বন।

তার সংখ্যাহীন ধারালো বেয়োনেট

নিয়ত বিদ্ধ করে

মানুষের আহত ফুসফুস

শুনছিলাম ক্লড ডিবুসি'র

পিয়ানো সঙ্গীত

'ক্লেয়ার দ্য লুন'

আর আনমনে পড়ছিলাম

পল ভার্লেইনের কবিতা

'ক্লেয়ার দ্য লুন'

মনে হয়েছিল পংক্তিতে পংক্তিতে 

কাতরাচ্ছে ভার্লেইন

অদ্ভুত পীড়ার নিবিষ্ট আঘাতে