সিংড়ায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয় এক শ্রমিকদল নেতাকে কুপিয়ে আহত করেছে একদল লোক, যাদের আওয়ামী লীগ সমর্থক বলছেন আহতের দলের লোকজন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 05:27 PM
Updated : 22 Dec 2018, 05:27 PM

শনিবার বিকালে বিনগ্রাম বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহত আনিছুর রহমান (৪৫) সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এবং দেওগাছা গ্রামের মৃত রায়হান আলীর ছেলে।

তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রার্থী দাউদার মাহমুদ বলেন, উপজেলার আনোলিয়া বাজারে বিএনপির নির্বাচনী অফিস করাকে কেন্দ্র করে আনিছুর রহমানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আতাউর রহমান চান্দুর তর্কবিতর্ক হয়।

“এর জের ধরে শনিবার বিকালে বিনগ্রাম বাজারে আতাউর রহমান চান্দুর নেতৃত্বে একদল লোক আনিছুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”

হাসপাতালে বেডে থাকা আনিছুর রহমান বলেন, “আমি নিরপরাধ ভাই। প্রাণভিক্ষা চাওয়ার পরও আমাকে এভাবে কুপিয়ে জখম করা হয়েছে।”

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ বলেন, তিনি নাটোরে একটি মিটিংয়ে ছিলেন। এই বিষয়টি তার জানা নেই।

সিংড়া থানার পরিদর্শক(তদন্ত) নেয়ামুল আলম বলেন, এখন পর্যন্ত থানায় কেনো অভিযোগ আসেনি। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, “আমি বিষয়টি জেনেছি। যেগুলো ফৌজদারি অপরাধ সেগুলো থানাতে অবগত করা হচ্ছে। থানা পুলিশ সেগুলো ব্যবস্থা নিবে।”