সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ বিদ্রোহী নিহত

রুশ বাহিনী জানিয়েছে, সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে গোলাবর্ষণের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এসব হামলা চালানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 11:36 AM
Updated : 13 Nov 2023, 11:36 AM

সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ বিদ্রোহী নিহত ও ৬০ জন আহত হয়েছেন।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিতকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।    

শনিবারের এ হামলার বিষয়ে কুলিত বলেছেন, “রাশিয়ার বিমান বাহিনী ইদলিব প্রদেশে অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যস্থলে বিমান হামলা চালিয়েছে। এসব গোষ্ঠী সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে গোলাবর্ষণের সঙ্গে জড়িত ছিল।”

তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাতবার হামলা চালানো হয়।

রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদন যাচাই করতে সক্ষম হয়নি।

ইদলিব ও আলেপ্পো প্রদেশে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলার জন্য কট্টরপন্থি বিদ্রোহীদের দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের বেসামরিক এলাকাগুলোতে নির্বিচার গোলাবর্ষণের অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি।

সিরিয়ার বিরোধীদলীয় নেতারা বলেছেন, মস্কো ও দামেস্ক উভয়েই গাজার সংঘাত নিয়ে ‘বিশ্বের মগ্ন হওয়ার সুযোগ নিচ্ছে’। 

কুলিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও তুলেছেন। এই বাহিনীর অনেকগুলো জঙ্গি বিমান ও ড্রোন রুশ পক্ষের সঙ্গে সমন্বয় না করেই ফ্লাইট ওড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এর আগে একটি পক্ষ রয়টার্সকে জানায়, সিরিয়ায় ইরানের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দুইবার বিমান হামলা চালিয়েছে।