Published : 24 Mar 2023, 11:21 AM
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি চিড়িয়াখানা থেকে পালানোর তিন ঘণ্টা পর একটি জেব্রাকে কব্জায় এনেছে কর্তৃপক্ষ।
সেরো নামের ওই পুরুষ জেব্রাটি খাঁচা থেকে মুক্ত হয়ে সিউলের ব্যস্ত রাস্তায় এদিক-সেদিক ছুটে বেড়ায়, আর সেটি ধরতে রীতিমত গলদঘর্ম হয়েছে চিড়িয়ানা কর্তৃপক্ষ।
কোরিয়ান ভাষায় সেরো অর্থ ‘খাড়া বা উলম্ব’। বৃহস্পতিবার বিকালে সেরো সিউল চিলড্রেনস গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়; এরপর তার পেছনে ছোটে পুলিশ, ফায়ার সার্ভিস ও চিড়িয়াখানার কর্মীরা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেব্রাটি ধীরগতিতে ব্যস্ত রাস্তায় ট্রাফিক সিগন্যাল অতিক্রম করছে। আরেকটি ভিডিওতে চিড়িয়াখানার কাছাকাছি একটি আবাসিক এলাকায় রাস্তার পাশে ডাস্টবিনে তাকে নাক ঠুকাতেও দেখা গেছে।
Videos and pictures emerging of a zebra on the loose in the streets of Seoul today pic.twitter.com/UntZ4uRbvu
— Hyunsu Yim (@hyunsuinseoul) March 23, 2023
সিউল গুয়াংজিন ফায়ার স্টেশনের বরাতে বিবিসি জানিয়েছে, তরুণ জেব্রাটি ২০২১ সালে চিড়িয়াখানাতেই জন্ম নেয়। বৃহস্পতিবার সেটি তার ঘেরের কাঠের বেড়া ভেঙে পালিয়ে গেলে তিন ঘণ্টা ছোটাছুটির পর একটি সরু গলিতে ঢুকে পড়ে। সেখানে উদ্ধারকারী দল ইনজেকশন দিয়ে সেটিকে অচেতন করে ট্রাকে তুলে ফের চিড়িয়াখানায় নিয়ে যায়।
চিলড্রেনস গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেছেন, পশুচিকিত্সকরা জেব্রাটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছেন এবং সেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
সিউলের ওই চিড়িয়াখানায় কোরিয়ান কুকুর, বানর ও গাধাসহ ৩৮ প্রজাতির চার শতাধিক প্রাণি রয়েছে।