গাজায় ইসরায়েলের আকাশ হামলায় ইতোমধ্যে ২,২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন।
Published : 15 Oct 2023, 12:14 PM
ইসরায়েলি সেনাবাহিনী হামাস নিয়ন্ত্রিত গাজায় রোববার স্থল অভিযান চালাতে প্রস্তুত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, ইরান সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল গাজায় বোমাবর্ষণ বন্ধ না করে তবে তাদের জন্য ‘সুদূরপ্রসারী পরিণতি’ অপেক্ষা করছে।
আট দিন আগে গাজা থেকে হামাসের অকল্পনীয় এক হামলার শিকার হওয়া ইসরায়েল প্রতিশোধ নিতে ভূমধ্যসাগর উপকূলের ছোট্ট এই ভূখণ্ডটির উপর ঝাঁপিয়ে পড়েছে। হামাসের হামলায় প্রায় ১৩শ ইসরায়েলি নিহত হয়েছে। আরো অন্তত ১৫০ জনকে ইসরায়েল থেকে গাজায় জিম্মি করে নিয়ে গেছে হামাস।
গত ৭ অক্টোবর হামাসের হামলার দিন থেকেই একের পর এক আকাশ হামলা চালিয়ে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ।
এবার হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিতে গাজায় স্থল অভিযান চালাবে তারা। ইসরায়েল এর আগে শনিবার গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল। এজন্য তারা বিমান থেকে প্রচারপত্র ছেড়ে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছিল।
তবে শনিবার অভিযান শুরুর ঘোষণা দিলেও রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের পদাতিক বাহিনী গাজায় আক্রমণ করেনি।
এদিকে, শনিবার রাতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, যদি ইসরায়েল গাজায় ‘যুদ্ধাপরাধ ও গণহত্যা’ এখনই বন্ধ না করে তবে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে’ এবং এর পরিণতি হবে ‘সুদূরপ্রসারী’।
শনিবার কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। বৈঠকে তারা ইসরায়েলের উপর হামাসের হামলার বিষয়ে কথা বলেছন এবং ‘হামাসের লক্ষ্য পূরণে’ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতারা হামাস-ইসরায়েল যুদ্ধে অন্য কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও দাতব্য সংস্থা গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে ইসরায়েলকে অনুরোধ করেছে বলেও জানা গেছে।
গাজায় ইসরায়েলের স্থল অভিযান গড়াতে পারে কতদূর?