শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কেনাকাটার জন্য ওই শপিংমলটি নগরীতে সবচেয়ে জনপ্রিয়।
Published : 25 Nov 2023, 10:25 PM
পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিংমলে আগুনে অন্তত ১০ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি ভাষার দৈনিক ডন।
করাচির রশিদ মিনহাজ রোডের আরজে মলে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কেনাকাটার জন্য ওই শপিংমলটি নগরীতে সবচেয়ে জনপ্রিয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে করাচির মেয়র বারিস্তার মুর্তাজা ওহাব বলেন, “এখন পর্যন্ত আমি ১০ জনের মৃত্যু এবং ২২ জন আহত হওয়ার খবর নিশ্চিত হয়েছি।”
Fire had been extinguished & cooling process is going on. I can so far confirm 10 casualties & 22 persons have been injured https://t.co/x3I873U7fG
— Murtaza Wahab Siddiqui (@murtazawahab1) November 25, 2023
আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি।
কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।