চুক্তি সইয়ের মাধ্যমে তারা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
Published : 27 Jan 2024, 05:00 PM
নিজেদের শক্তি বাড়াতে একটি নিরাপত্তা চুক্তি সই করেছে পশ্চিম আফ্রিকার সামরিক বাহিনী শাসিত তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসো। কোনো দেশে বিদ্রোহ বা আগ্রাসনের কোনো ঘটনা ঘটলে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি রয়েছে সেখানে।
পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ফ্রান্সের প্রতি বিদ্বেষ বাড়ছে; বিশেষ করে যেসব দেশ এক সময় ফরাসি উপনিবেশ ছিল। সেইসঙ্গে পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল করার ঘটনাও বাড়ছে। এর সর্বশেষ উদাহরণ নাইজার। গত ২৬ জুলাই দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দি করে ক্ষমতার দখল নেয়।
ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস-ইকোয়াস বাজোমকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে জান্তা বাহিনীকে নানা ধরণের হুমকিধামকি দিয়েছে। এমনকি প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের কথাও বলেছে। সেই হুমকিতে কর্ণপাত না করে নাইজারের সামরিক শাসকরা বলেছে, তারা যে কোনো ধরণের সামরিক হস্তক্ষেপ প্রতিরোধে প্রস্তুত।
ওই সময় মালি ও বুরকিনা ফাসোর জান্তা শাসকরা নাইজারের জান্তাদের পাশে থাকার কথা জানিয়েছিলেন। শনিবার চুক্তি সইয়ের মাধ্যমে তারা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। সংবাদসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)