সৌদি আরবে সোমবার থেকে রোজা

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 04:53 PM
Updated : 10 March 2024, 04:53 PM

রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন সৌদি আরবের মুসলমানরা।

সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ রোববার এই সিদ্ধান্ত দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের মত সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও সোমবার থেকে রোজা শুরু করার কথা জানিয়েছে। আর মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ফিলিপিন্সে রোজা শুরু হবে মঙ্গলবার থেকে। 

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। হিজরি ১৪৪৫ সালের রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান সন্ধ্যা সাড় ৬টায় ওই সভায় সভাপতিত্ব করবেন বলে রোবাবর ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।

ভোররাতে সেহরি খেয়ে প্রতি দিন রোজা শুরু করেন তারা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়।

সোমবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা সোমবার রাতে তারাবি নামাজ পড়ে ওই রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন।

আর সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে বুধবার থেকে এবং মঙ্গলবার রাতে হবে প্রথম তারাবি।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

সোমবার বাংলাদেশের আকাশে কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে বা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।