Published : 16 Nov 2023, 11:59 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্সিয়াল হটলাইন ও সামরিক যোগাযোগ ফের শুরু করতে এবং ফেন্টানাইলের উৎপাদন রোধে কাজ করতে সম্মত হয়েছেন।
এতে এক বছরের মধ্যে দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠকে বাস্তব অগ্রগতি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর কাছে ফিলোলি এস্টেটে বাইডেন ও শি প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন। যেসব ইস্যু যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে নাজুক করে তুলেছে সেগুলো নিয়ে কথা বলেন তারা। বাস্তব কিছু অগ্রগতি সত্ত্বেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য রয়েই গেছে, বিশেষ করে তাইওয়ান নিয়ে।
দুই সরকার তাদের মধ্যে সামরিক যোগাযোগ আবার শুরু করার পরিকল্পনা করেছে, যাকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২২ সালের অগাস্টে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তখনকার স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে এই যোগাযোগের ছিন্ন করেছিল চীন।
“আমরা সোজা, উন্মুক্ত পরিষ্কার সরাসরি যোগাযোগে ফিরে এসেছি,” বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন বাইডেন।
এর পাশাপাশি তিনি ও শি শীর্ষ পর্যায়ের যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছেন বলে বাইডেন জানিয়েছেন।
তিনি বলেন, “তিনি ও আমি সম্মত হয়েছি, আমরা সরাসরি একে অপরকে ফোন কল করতে পারবো এবং আমরা তাৎক্ষণিকভাবে সাড়া দেবো।”
পরে বাইডেন সাংবাদিকদের বলেছেন, শি একজন ‘একনায়ক’, নিজের এ দৃষ্টিভঙ্গী পরিবর্তন করেননি তিনি। তার এ মন্তব্যে চীনা পক্ষ বিরক্ত হতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।
“দেখুন, তিনি, আমি বলতে চাই, তিনি একজন একনায়ক এই অর্থে যে তিনি এমন একজন যিনি একটি কমিউনিস্ট দেশকে পরিচালনা করেন,” বলেন বাইডেন।
দুই নেতার বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট পার্টির বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গী ‘অন্যায়’ বলে বাইডেনকে জানিয়েছেন শি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সম্ভাব্য চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ঢুকে পড়ার পর মার্কিন জঙ্গি বিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরাজমান অস্থিরতা মোড় নিয়ে পারস্পরিক সম্পর্ক বেশ নাজুক হয়ে পড়ে। সেই ক্ষতিগ্রস্ত সম্পর্ককে মসৃণ করার উদ্দেশ্যে বাইডেন ও শি আলোচনা করছেন বলে জানিয়েছে রয়টার্স।
“শুধু কথা বলা, একে অপররের সঙ্গে খোলাখুলি কথা বলা যেন কোনো ভুলবুঝাবুঝি না থাকে,” বলেছেন বাইডেন।
আরও পড়ুন: