যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রুদের তারা প্রতিহত করতে সক্ষম, এ পরীক্ষা তা প্রমাণ করেছে বলে দাবি পিয়ংইয়ংয়ের।
Published : 19 Feb 2023, 11:44 AM
উত্তর কোরিয়া জানিয়েছে, তারা একটি হাসং-১৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে।
এই ‘হঠাৎ উৎক্ষেপণ অনুশীলনে’ শত্রু বাহিনীগুলোর বিরুদ্ধে ‘গতিময়তা ও পাল্টা শক্তিশালী আক্রমণের’ প্রস্তুতি ও অস্ত্রের নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়েছে বলে রোববার বলেছে তারা।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আসন্ন সামরিক মহড়ায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুমকি দেওয়ার পর শনিবার স্থানীয় সময় বিকালে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি ১ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে ধরে ওড়াকালে সর্বোচ্চ ৫৭৬৮ কিলোমিটার উঁচুতে ওঠে এবং ৯৮৯ কিলোমিটার দূরে জাপান সাগরের পূর্ব নির্ধারিত এলাকায় গিয়ে পড়ে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রু বাহিনীগুলোকে তারা প্রতিহত করতে সক্ষম, এ পরীক্ষা তা প্রমাণ করেছে বলে দাবি পিয়ংইয়ংয়ের।
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি প্রতিরোধে সহায়তার লক্ষ্যে মার্চে ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়া চালানোর কথা রয়েছে, তার আগেই এ পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
এ ধরনের কোনো মহড়া চালালে তার ‘নজিরবিহীন শক্ত’ প্রতিক্রিয়া দেখানো হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। তাদের অভিযোগ, উত্তর কোরিয়ায় আক্রমণ চালানোর প্রস্তুতি নিতেই এ ধরনের মহড়াগুলোর আয়োজন করা হয়।
রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং এক বিবৃতিতে বলেছেন, যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের ‘শক্তিশালী ও অপ্রতিরোধ্য’ জবাব দেওয়া হবে। তিনি উত্তর কোরিয়াকে হুমকি দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হবে না বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সামরিক প্যারেডে এক ডজনেরও বেশি আইসিবিএমসহ ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়া।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, শনিবারের ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে হোক্কাইডো দ্বীপের পশ্চিমে জাপানের নিবিড় অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েছে।
আরও পড়ুন: