Published : 10 Feb 2024, 04:58 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহী প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পেছনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নিজের এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি জেলেনস্কি।
প্রিগোজিন গত মাসে মস্কোর কাছে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তার শীর্ষ সহযোগীসহ নিহত হন। শুক্রবার কিইভে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে প্রশ্ন করা হলে আকস্মিকভাবে জেলেনস্কি বলেন, “সত্য হচ্ছে, তিনি প্রিগোজিনকে হত্যা করেছেন- অন্তত আমাদের সবার কাছে যে তথ্য আছে, তা এটিই বলছে। পাশাপাশি এটি তার বাস্তব সংগতির কথাও বলছে, তিনি যে দুর্বল, সেই সত্যই তুলে ধরেছে।”
জুনে রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সংক্ষিপ্ত এক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন প্রিগোজিন। ১৯৯৯ সালে পুতিন রাশিয়ার ক্ষমতায় আসার পর থেকে এই বিদ্রোহ ছিল তার বিরুদ্ধে জানানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হওয়া এই বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘পেছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছিলেন পুতিন। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)