লোহিত সাগর থেকে হুতি বিদ্রোহীদের জব্দ করা বাণিজ্যিক জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ এখন ইয়েমেনের হোদেইদা বন্দরে আছে বলে জানিয়েছে জাহাজটির মালিক কোম্পানি।
সোমবার তারা বলেছে, “সামরিক বাহিনীর লোকেরা হেলিকপ্টার যোগে এসে অবৈধভাবে জাহাজটিতে নামার পর থেকে জাহাজটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”
রোববার হুতিরা জাহাজটি জব্দ করার পর এখন সেটি লোহিত সাগরের হোদেইদা বন্দরে আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গাড়িবাহী জাহাজ গ্যালাক্সি লিডারের এর মালিক কোম্পানি গ্যালাক্সি মেরিটাইম লিমিটেড।
“জাহাজ যোগে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কোম্পানি হিসেবে আমরা আর রাজনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো না,” বিবৃতিতে বলেছে তারা।
ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সোমবার জাহাজ জব্দের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা একটি হেলিকপ্টার থেকে নেমে মালবাহী জাহাজটি জব্দ করছে।
যুক্তরাষ্ট্র এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে জাহাজ ও ক্রর ক্রুদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে পরবর্তী উপযুক্ত কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে তারা তাদের মিত্র ও জাতিসংঘ অংশীদারদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
গ্যালাক্সি মেরিটাইম জানিয়েছে, বাহামাসের পতাকাবাহী গ্যালাক্সি লিডারের ক্রুরা বুলেগেরিয়া, ইউক্রেইন, ফিলিপিন্স, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। জাপানি জাহাজ পরিচালনা কোম্পানি নিপ্পন ইউসেন জাহাজটি ভাড়া নিয়ে পরিচালনা করছিল। জাহাজটিতে ২৫ জন ক্রু আছেন।
আরও খবর: