ওই ফ্ল্যাট থেকে এক নারী ও তার চার সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্তানদের বাবা পলাতক।
Published : 26 Dec 2023, 12:49 PM
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরপূর্ব দিকের শহর মাউয়ের এক অ্যাপার্টমেন্ট ভবনের একটি ফ্ল্যাট থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ওই ফ্ল্যাট থেকে এক নারী ও তার চার সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ফ্রান্সের তদন্তকারী কৌঁসুলিরা। মাউ শহরটি প্যারিস থেকে ৪১ কিলোমিটার দূরে।
ফ্রান্সের সংবাদ ওয়েবসাইট অ্যাকটু১৭ প্রথম এ ঘটনার খবর দিয়ে জানায়, পুলিশ ৩৩ বছর বয়সী এক বাবাকে খুঁজছে, সে ‘পালিয়ে বেড়াচ্ছে’।
ভার্সাইয়ের জুডিশিয়াল পুলিশ পরিষেবা ঘটনার তদন্ত করছে বলে সরকারি আইন কর্মকর্তা জ্যঁ বাতিস্তো ব্লাজিয়ে ফ্রান্সের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্প্রতি ফ্রান্সের প্যারিস অঞ্চলে বেশ কয়েকটি শিশুহত্যার ঘটনা ঘটেছে।
নভেম্বরের শেষ দিকে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার ৪ থেকে ১১ বছর বয়সী তিন কন্যাকে হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। প্যারিসের দক্ষিণপূর্ব প্রান্তের শহর আলফোভিলে তাদের নিজেদের বাড়িতে ওই শিশুদের মৃত অবস্থায় পেয়েছিল পুলিশ।
অক্টোবরে ভালদুয়াজ শহরের ভেমাতে এক পুলিশ সদস্য তার তিন কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেন।