ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিদের হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ইরানি একটি যুদ্ধজাহাজ লোহিত সাগরে গিয়ে হাজির হয়েছে।
Published : 02 Jan 2024, 01:02 PM
ফিলিস্তিনের ছিটমহল গাজা থেকে কিছু সেনা ফিরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল। কিন্তু তারপরও ভূখণ্ডটিতে হামলা জোরদার করেছে তারা।
গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি জঙ্গি বিমান ও ট্যাংকগুলো রাতে ভূখণ্ডটির দক্ষিণাংশে হামলা জোরদার করেছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে প্রায় তিন মাস ধরে যুদ্ধ করছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় গাজার অধিকাংশ এলাকাকে তারা প্রায় ধূলার সঙ্গে মিশিয়ে দিয়েছে, হাজার হাজার গাজাবাসী ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দাকে গভীর মানবিক সংকটে ডুবিয়ে দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধ আরও অনেক মাস ধরে চলবে।
কিন্তু দেশটি তাদের আক্রমণের ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে। সোমবার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের বাহিনীর আকার হ্রাস করবে এবং কৌশল পাল্টে আরও স্থানীয়ভাবে কয়েক মাসব্যাপী ‘মুছে ফেলা’ অভিযান শুরু করবে।
তিনি বলেন, সেনা সংখ্যা কমানো হলে কিছু রিজার্ভ সৈন্য বেসামরিক জীবনে ফিরে যেতে পারবে, এতে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অর্থনীতির ধস কিছুটা ঠেকানো যাবে। এর পাশাপাশি উত্তরে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যদি ব্যাপক কোনো লড়াই বেঁধে যায় তার জন্য সামরিক বাহিনীর কিছু ইউনিটকে প্রস্তুত রাখা যাবে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের এ সিদ্ধান্ত গাজার উত্তরাঞ্চলে কম তীব্রতা সম্পন্ন অভিযানের দিকে ধাপে ধাপে সরে আসার ইঙ্গিত বলে মনে হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের সামরিক অভিযানের তীব্রতা হ্রাস করার আহ্বান জানিয়ে আসছিল।
কিন্তু গাজার বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান ও ট্যাংকগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশে ও উত্তরাংশে বোমাবর্ষণ জোরদার করেছে।
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি আক্রমণের তীব্রতা হ্রাসের ইঙ্গিত এমন সময় এসেছে যখন মার্কিন নৌবাহিনী ঘোষণা করেছে, তাদের বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নিজ বন্দরে ফিরে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এ রণতরীটিকে ভূমধ্যসাগরের পূর্বাংশে মোতায়েন করেছিল।c
যুক্তরাষ্ট্রের রণতরী যখন নিজ ডেরায় ফিরে যাচ্ছে তখন ইরানি যুদ্ধজাহাজ আলবুর্জ লোহিত সাগরে প্রবেশ করেছে বলে বলে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। ইরান সমর্থি ইয়েমেনের হুতি গোষ্ঠী যখন লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে তখন বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানি একটি যুদ্ধজাহাজ সেখানে এসে হাজির হলো।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১৯৭৮ জনে দাঁড়িয়েছে বলে ফিলিস্তিনি ছিটমহলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: