আমরা শুধু নির্বাচন চাই: ইমরান খান

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্ত করতে বলেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2023, 02:18 PM
Updated : 11 May 2023, 02:18 PM

যতটা নাটকীয়ভাবে গ্রেপ্তার হয়েছিলেন, ততটা নাটকীয়ভাবেই মুক্তি পেতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন।

আদালতের এই নির্দেশ তেহরিক-ই-ইনসাফ সমর্থকদের জন্য দারুণ স্বস্তির। যারা প্রিয় নেতার গ্রেপ্তারের পরপরই তার মুক্তির দাবিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ গড়ে তুলেছিলেন।

ইমরান আদালত থেকেই তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে বলেছেন, দেশের জন্য ক্ষতি বয়ে আনা উচিত হবে না।

তিনি আরও বলেন, ‘‘আমরা শুধু দেশে নির্বাচন চাই।”

গত মঙ্গলবার দুইটি মামলার শুনানিতে উপস্থিত থাকতে ইসলামাবাদের হাই কোর্টে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু আদালত প্রাঙ্গন থেকে নাটকীয়ভাবে তাকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি।

পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে মামলায় পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে একটি দুর্নীতি দমন আদালত।

Also Read: ইমরানকে গ্রেপ্তার ‘অবৈধ’ বলল সুপ্রিম কোর্ট, অবিলম্বে মুক্তির নির্দেশ