বিদ্রোহীদের অধিকৃত এলাকায় হামলাটি চালানো হয়। এর আগে উদ্ধারকারী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেট’ নিহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছিল।
Published : 20 Aug 2022, 10:52 AM
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাবের একটি বাজারে রকেট হামলায় অন্তত পাঁচটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
শুক্রবার বিদ্রোহীদের অধিকৃত এলাকায় হামলাটি চালানো হয়। এর আগে উদ্ধারকারী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেট’ নিহতের সংখ্যা নয় জন বলে জানিয়েছিল।
গোষ্ঠীটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে এবং এদের মধ্যেও কয়েকটি শিশু রয়েছে বলে জানিয়েছে তারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সিরিয়ার ১১ বছরের যুদ্ধে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। আলেপ্পো প্রদেশের আল বাব তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় পড়েছে।
উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু অংশ যুক্তরাষ্ট্রের সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর নিয়ন্ত্রণে রয়েছে। কুর্দি গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ার দামেস্কভিত্তিক সরকারের সঙ্গে আলোচনারত আছে।
এসডিএফের মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি জানিয়েছেন, শুক্রবারের ওই হামলার ব্যাপারে তারা কিছু জানেন না।
সম্প্রতি সিরিয়ার বিরোধীদলগুলোকে সরকারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে তুরস্ক। এর প্রতিক্রিয়ায় আল বাবের আন্দোলনকারীরা শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করেছিল।
কিন্তু রকেট হামলার পর আরও সহিংসতার আশঙ্কায় তারা ওই প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা বাতিল করে।