তোষাখানা ‍মামলা: ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

এদিন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে পারেননি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 02:59 PM
Updated : 18 March 2023, 02:59 PM

তোষাখানা ‍মামলায় আদালতে হাজিরা দিতে ইসলামাবাদ গিয়েছিলেন ইমরান খান। কিন্তু তিনি আদালত প্রাঙ্গণে প্রবেশের আগেই সেখানে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

যে কারণে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আর আদালত প্রাঙ্গনে প্রবেশ করতে পারেনি।

অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (এডিএসজে) জাফর ইকবাল পিটিআই প্রধান ইমরানকে আদালতে উপস্থিত গণ্য করে তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন।

সেই সঙ্গে আদালতের নির্দেশ মেনে শনিবার হাজির হওয়ায় তার বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও বাতিল করা হয়েছে বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।

এছাড়া, শনিবার আদালত প্রাঙ্গনের অশান্তি ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করা হয়েছে।

সেইসঙ্গে ইমরানকে পরবর্তী শুনানির দিন একজন সাধারণ নাগরিকের মত আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই তোষাখানা ‍মামলাতেই গত ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় টানা কয়েকটি শুনানিতে অনুপস্থিত থাকার শাস্তি স্বরূপ ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

আদালতের ওই নির্দেশের পর পুলিশ একাধিকবার ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরের জামান পার্কে তার বাড়িতে হানা দেয়। কিন্তু সমর্থকদের প্রবল বাধার মুখে পুলিশ বাড়িতে প্রবেশ করতে পারেনি।

ইমরান তোষাখানা মামলায় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, তার বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তারপরও তিনি আদালতে হাজির হওয়ার কারণ ব্যাখ্যায় বলেন, ‘‘আইনের উপর আমার বিশ্বাস আছে।”

Also Read: তোষাখানা মামলা: ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Also Read: ইমরান খানকে গ্রেপ্তারে বাড়ির সামনে পুলিশ, সমর্থকদের বাধা

Also Read: ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, সমর্থকদের 'বেরিয়ে আসা'র ডাক দিয়ে টুইট