ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, সমর্থকদের 'বেরিয়ে আসা'র ডাক দিয়ে টুইট

বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে ইমরানের সমর্থকরা; পুলিশের সঙ্গে সংঘর্ষও বেঁধেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 02:54 PM
Updated : 14 March 2023, 02:54 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা নিয়ে নাটক চলছে।

মঙ্গলবার গ্রেপ্তার অভিযানে পুলিশ ইমরানের বাড়ির সামনে গেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

এ পরিস্থিতিতে এদিন পিটিআই প্রধান ইমরান খান তার সমর্থকদেরকে বাড়ি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে টুইট করেছেন।

টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “পুলিশ আমাকে গ্রেপ্তার করতে এসেছে। তারা মনে করছে, আমাকে গ্রেপ্তার করলে এ জাতি ঘুমিয়ে থাকবে। আপনারা তাদেরকে ভুল প্রমাণ করুন।”

তিনি বলেন, “অধিকার এবং সত্যিকারের স্বাধীনতার জন্য সবার বাড়ি থেকে বেরিয়ে আসা উচিৎ।

“আমার যদি কিছু হয় বা আমি যদি জেলে যাই কিংবা আমাকে যদি হত্যা করা হয়, তাহলে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা ইমরান খানকে ছাড়াই লড়াই চালিয়ে যাবেন। এই চোরেদের দাসত্ব আপনারা মেনে নেবেন না।”

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরিও ইমরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলের সমর্থকদের রাস্তায় নামার ডাক দেন।

ওদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, কর্মকর্তারা কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানকে গ্রেপ্তার করবে এবং তাকে আদালতে হাজির করবে।

পাকিস্তানের দৈনিক ‘ডন’ জানায়, মঙ্গলবার দুপুর ২ টার কিছু পরে ইমরানকে গ্রেপ্তার করতে জামান পার্কের বাইরে পুলিশের সাঁজোয়া গাড়ি পৌঁছায়। এর প্রায় এক ঘন্টা পর পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ।

দশ দিনের মধ্যে পুলিশ দ্বিতীয়বার ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়িতে গেল।

টিভিতে প্রচারিত ফুটেজে পুলিশকে যান নিয়ে বাসভবনের দিকে এগুতে এবং পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে দেখা যায়। অন্যদিকে, ইমরানের সমর্থকদেরকেও পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ও সেশন আদালত সোমবার আবারও তোষাখানা মামলায় আদালতে হাজিরা না দেওয়ার জন্য ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ১৮ মার্চে ইমরানকে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছে আদালত।

তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ফেব্রুয়ারির শেষ দিকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদের সেশন আদালত।

পরে পিটিআই এই পরোয়ানায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে ১৩ মার্চ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। 

Also Read: তোষাখানা মামলা: ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Also Read: ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ