২০১৬ সালে ক্যাপসুলটি উৎক্ষেপণ করা হয়েছিল।
Published : 16 Jan 2024, 10:04 PM
সাত বছরের মহাকাশ যাত্রা শেষে এ পর্যন্ত সংগ্রহ করা সবচেয়ে বড় গ্রহাণুর নমুনা নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ক্যাপসুল ফিরেছে পৃথিবীতে। যুক্তরাষ্ট্রের উটাহ মরুভূমিতে রোববার অবতরণ করেছে ক্যাপসুলটি। সঙ্গে আনা নমুনা থেকে সৌরজগতের গঠন এবং কীভাবে পৃথিবী বাসযোগ্য হয়ে উঠেছে, সে সম্পর্কে বিজ্ঞানীরা আরও ভালো ধারণা পাবেন বলে আশা করা হচ্ছে।
ক্যাপসুলটি অবতরণের সময় নাসার লাইভ ভিডিও ওয়েবকাস্টে একজন ভাষ্যকার বলেন, “পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ওসিরিস-রেক্স নমুনা প্রত্যাবর্তন ক্যাপসুলের অবতরণ ঘটেছে। এতে শত শত কোটি মাইল দূরের গ্রহাণু বেন্নুতে ক্যাপসুলটির যাত্রা এবং ফিরে আসার দীর্ঘ এক অভিযানের সমাপ্তি ঘটল।”
২০২০ সালে গ্রহানু বেন্নুর এই নমুনা সংগৃহীত হয়। নাসার হিসাবমতে, এতে প্রায় ২৫০ গ্রাম (৯ আউন্স) পাথর ও মাটি আছে। জাপানের পরিচালিত অভিযানে এর আগে পৃথিবীতে আনা গ্রহাণুর দুটো নমুনার চেয়ে এটিতে উপাদানের পরিমাণ অনেক বেশি।
২০১৬ সালে ক্যাপসুলটি উৎক্ষেপণ করা হয়েছিল। ২০১৮ সালে এটি বেন্নু গ্রহানুকে প্রদক্ষিণ শুরু করে। ২০২০ সালে বেন্নুর পাথুরে পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে ২০২১ সালের মে তে পৃথিবীর পথে ফিরতে শুরু করেছিল ক্যাপসুলটি।
বেন্নু গ্রহাণুটিকে সৌরজগতের সবচেয়ে বিপজ্জনক বস্তু মনে করা হয়। দূর কোনো ভবিষ্যতে এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের একটি আশঙ্কা রয়েছে। সংবাদ সূত্র: সিএনএন/এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)