একই পরিবারের চার সদস্য অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।
Published : 24 Apr 2025, 04:04 PM
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার রাতে উপজেলার বাঁশপাদুয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর হাতিয়া থানার চৌরাংগী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হরেন্দ কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল (৪৮), তার স্ত্রী সঙ্গীতা রানী শীল (৪৩) এবং তাদের সন্তান নোবেল চন্দ্র শীল (২১) ও বর্ষা রানী শীল (১৮)।
এ ঘটনায় আটক চারজনসহ বাঁশপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) এবং উপজেলার খণ্ডলহাই উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বিজিবি জানায়, একই পরিবারের ওই চার সদস্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের এক সদস্য পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, আটক চার বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক চারজন ও মানবপাচার চক্রের দুই সদস্যের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও মানবপাচার আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।